May 11, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ইংরেজ বাজার পৌরসভার পৌর প্রশাসক নীহার রঞ্জন ঘোষের বাড়িতে দুষ্কৃতি হামলা

গৌতম চক্রবর্তী,মালদহ ঃ ইংরেজ বাজারের বিধায়ক এবং ইংরেজ বাজার পৌরসভার পৌর প্রশাসক নীহার রঞ্জন ঘোষের বাড়িতে সোমবার গভীর রাতে দুষ্কৃতিদের হামলা। বাড়ির মধ্যে থাকা পার্টি অফিস থেকে আরম্ভ করে বেড রুম সমস্ত কিছুই ভেঙ্গে তছনছ করেদেয় দুষ্কৃতিরা। সিসি ক্যামেরাতে দেখা যায় প্রায় ১০০ থেকে ১৫০ জন লাঠি ইঁট নিয়ে বিধায়কের বাড়িতে হামলা চালাচ্ছে ।এই হামলা চলার সময় নীহার ঘোষ নিজেই ইংরেজ বাজার থানাতে ফোন করেন। পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যাই। নীহার ঘোষের অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের এই জেলার চেয়ারম্যান তথা প্রক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী এবং তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস এই হামলাতে নেতৃত্ব দিয়েছে। নীহার বাবুর বক্তব্য হামলার সমর তিনি লুকিয়ে না পড়লে তাঁকে হয়তো খুন করে চলে যেত। পাশাপাশি যাদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ সেই যুব সভাপতি প্রসেনজিৎ দাস বলেন এটা নীহার বাবুর পাড়াগত ঝাগড়া। ১৬ নং ওয়ার্ডে এক ব্যবসায়ীকে নীহার বাবুর স্ত্রী এবং তার লোক জনেরা মারধোর করে।আক্রান্ত ঐ ব্যবসায়ী নীহার বাবুর স্ত্রীর বিরুদ্ধে ইংরেজ বাজার থানাতে লিখিত অভিযোগ হয়। কিন্তু পুলিশ কোনো উদ্যোগ না নেওয়া পাড়ার লোকেরা ক্ষিপ্ত হয়ে বিধায়কের বাড়িতে হামলা চালিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। আইসি মদন মোহন রায় বলেন অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।