January 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

আয়কর আধিকারিক সেজে গৃহকর্ত্রীকে ইঞ্জেকশন দিয়ে সর্বস্ব লুট

রবিবার সকালে বাঁকুড়া শহরের হাট মহাতাপ লেন এলাকায় আয়কর আধিকারিক সেজে গৃহকর্ত্রীকে ইঞ্জেকশন দিয়ে সর্বস্ব লুটের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, বাঁকুড়া শহরের হাটমহাতপ লেনে নিজের বাড়িতে স্বামীর সঙ্গে থাকেন চৈতালী দত্ত। শাড়ি ও বাড়িতে একটি বিউটি পার্লারের ব্যবসা করতেন ওই গৃহকর্ত্রী। অভিযোগ, রবিবার সকালে স্বামী কাজে বেরিয়ে যাওয়ার পর একদল অপরিচিত ব্যক্তিরা জানায় তারা আয়কর দপ্তরের আধিকারিক।

এরপর তারা তার বাড়ি ঢুকে মহিলাকে বেঁধে ফেলে এবং জোর করে ইঞ্জেকশন দেয় তাকে। এই অবস্থায় বাড়িতে অবাধে লুঠপাঠ চালিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। এরপর ঘন্টা কয়েক পর বাড়ির কাজের লোক ঘটনাস্থলে পৌঁছন। তিনি দেখেন চৈতালী বাড়ির বারান্দায় হাত, পা, মুখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন। খবর দেওয়া হয় প্রতিবেশীদের। ঘটনার খবর পৌঁছয় বাঁকুড়া সদর থানায়।

তড়িঘড়ি পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ অসুস্থ অবস্থায় চৈতালী দত্তকে বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানেই আপাতত চিকিৎসাধীন ওই মহিলা। শহরের ঘন জনবসতিপূর্ণ এলাকায় প্রকাশ্য দিবালোকে এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।