May 11, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

আস্থার আগেই আত্মবিশ্বাসে অনাস্থা, ইস্তফা কমল নাথের

শেষমেশ আস্থা ভোতের আগেই ইস্তফার পথে হাটলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। শুক্রবার সকাল ১১টায় পরিষদীয় দলের বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে বৈঠকের পর সাংবাদিকদের সামনে পদত্যাগের কথা ঘোষণা করেন কমল নাথ। কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে ক্ষোভ উগরে দেন গেরুয়া শিবিরের প্রতি।

বলেন, ‘৫ বছরের জন্য ক্ষমতায় বসিয়েছিল রাজ্যের মানুষ। বিজেপি গণতন্ত্রকে হত্যা করেছে। জোর করে বিধায়কদের আটকে রাখা হয়েছে। তবে সত্যি সামনে আসবেই। মানুষ ক্ষমা করবে না ওদের।’ বলেন কমল। এরপর রাজ্যপাল লালজি টন্ডনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আর তাঁর এই পদক্ষেপের পর মধ্যপ্রদেশে পদ্মফুল ফোটা এখন শুধুই সময়ের অপেক্ষা।