সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সংক্রমণ ভাইরাস। গোটা দেশে ২১ দিনের লক ডাউন চলছে। ইতিমধ্যেই লক ডাউন বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। দিনের পর দিন ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি শহর কে হটস্পট জোন হিসেবে ধরা হয়েছে। শিল্প নগরী হলদিয়া তার মধ্যে ব্যতিক্রম নয়! বন্দর শহরে প্রত্যেক দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর সেজন্য সাধারণ মানুষকে সচেতন করতে নিজের গাড়িকে করোনা প্রতিরোধের গাড়িতে রূপান্তরিত করে তাক লাগিয়েছেন হলদিয়ার এক মৎস্যচাষি।