সাত সকালে আলিপুর জর্জ কোর্টের 13 নম্বর কোর্ট রুমে আগুন লাগে| অতিরিক্ত বিচারপতি ও রেকর্ড রুম ছিল এটি| দমকলের 4 টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়| ওই রুমে থাকা জিনিসের 80 শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে বলে দমকল সূত্রে খবর| শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, আসবাব সহ মামলার প্রচুর নথি পুড়ে গেছে যা ভবিষ্যতে মামলাকে এগিয়ে নিয়ে যেতে বেশ বেগ পেতে হবে বলে মনে করা হচ্ছে| 13 রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সম্পূর্ণ অক্ষত রয়েছে বাকি ঘরগুলি| প্রাথমিক ভাবে ইলেক্ট্রিকাল ফায়ার মনে করা হলেও আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে|