December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আর জি কর দুর্নীতিতেও টাকা সরানোর হয়েছে! বিস্ফোরক দাবী করলেন ইডি

নিয়োগ-রেশন দুর্নীতির মতোই আর জি কর দুর্নীতিতেও টাকা সরানোর হয়েছে অন্যত্র! মাধ্যমে সেই আত্মীয়-ঘনিষ্ঠদের ‘শেল’ কোম্পানি! একাধিক ভুয়ো সংস্থা খুলে সরানো হয়েছে দুর্নীতির টাকা, এমনই দাবি ইডি সূত্রে। ইতিমধ্যে ৮ থেকে ১০টি সংস্থার হদিশ মিলেছে। শুক্রবার তল্লাশি অভিযানে এহেন সংস্থার সন্ধান পাওয়া গিয়েছে বলেই খবর।

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই। দোসর ইডিও। দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাদের জেরা করছে ইডিও। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ৪ জনের থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে সল্টলেকে তল্লাশি চালায় ইডি। উঠে আসে একাধিক ‘শেল’ কোম্পানির খোঁজ।