
দোষীদের শাস্তির দাবিতে রাজপথে জনস্রোত দেখেছে রাতের তিলোত্তমা। আজ অভয়ার মৃত্যুর ২২ দিন পার। সিবিআই স্ক্যানারে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুদীপ ঘোষ। গ্রেফতার অভিযক্ত সঞ্জয় রায়। কিন্তু এখনও বিচার পায়নি অভয়া। তাঁর সঙ্গে ঘটা অন্যায়ের কোনও বিচার এখনও পর্যন্ত হয়নি। এবার এই বিষয়টি নিয়েই সরব হলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। এত প্রতিবাদ মিছিলের পর কোথাও কি হারিয়ে যাচ্ছে মানুষের উদ্দেশ্য? কী করলে এই প্রতিবাদ আরও জোরদার হতে পারে? কীভাবে সঠিক বিচারের দাবিতে প্রতিবাদ জানালে কাজ হবে? সবটাই এবার অডিও রেকর্ড করে নেটাগরিকদের শোনালেন অরিজিৎ সিং।
তিনি বলেন, ‘অন্যায়, অপরাধ প্রত্যেক স্তরে। সেই অন্যায়ের প্রতিবাদ জানানোর মুখ হয়ে উঠেছেন আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতনে মৃতা তরুণী চিকিৎসক। এটাই উপযুক্ত সময় বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাওয়ার। প্রত্যেকের প্রতিবাদ একত্রিত হয়ে যদি সুসংহত রূপ নেয় তা হলে সব অসম্ভব সম্ভব হবে’। এখানেই থেমে থাকেননি অরিজিৎ। তিনি আরও বলেন, ‘প্রত্যেকের প্রচুর দাবি। প্রত্যেকের অনেক যন্ত্রণা। একটি অঘটনকে কেন্দ্র করে সে সব আজ প্রকাশ্যে।
More Stories
এবারের বাংলা বছরটা ‘আড়ি’ রিলিজের ভাবনাচিন্তা নিয়ে কেটে যাচ্ছে যশ নুসরাতের
নেটিজেনদের সুখবর দিলেন যিশু সেনগুপ্ত
অবশেষে মুক্তি পেতে চলেছে ‘তারে জমিন পর’- এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’