নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর এই দুর্গো উৎসবকে উৎসবকে ঘিরে যথেষ্ট লক্ষ্য করা যায় সকল বাঙ্গালীর মধ্যে, তবে এ বছর করোণা ভাইরাসের কারণে কার্যত নিরাশ দুর্গাপূজা কমিটি থেকে শুরু করে সকল বাঙালি, কারণ রাজ্য স্বাস্থ্য দপ্তর ও রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে স্বাস্থ্যবিধি মেনে করতে হবে উৎসবের নানা আচার অনুষ্ঠান, সেই কারণে এই বছর জেলার অধিকাংশ পুজো কমিটি তাদের পুজোর বাজেট সংকীর্ণ করে ফেলেছে, তার মধ্যে থাকছি সমাজ সেবক মুলক বিভিন্ন ধরনের কর্মসূচি, যেমন মাক্স বিতরণ, জীবাণুমুক্ত করার প্রক্রিয়া, মহামারি ভাইরাসের মোকাবিলায় করোনা যোদ্ধাদের সম্বর্ধনা সহ একাধিক সমাজ সেবক মুলক কর্মসূচি গ্রহণ করেছে পুজো কমিটির উদ্যোক্তারা, তেমনি এক বিবরণ জানালেন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের টিকিয়াপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাব সংগঠনের পুজো কমিটি র তরফ থেকে, জানা গিয়েছে এই বছরটি ক্লাব সংগঠন এর দশম তম বর্ষ, জানা গিয়েছে এলাকার সেরা পুজো হিসেবে পরিচিত এই ক্লাব সংগঠন এর দুর্গাপুজো, প্রত্যেক বছরই নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গ উৎসবে মেতে থাকে এলাকার মানুষ, তবে এই বছর করোনা ভাইরাসের ফলে,বাঙালির আচার-অনুষ্ঠান ছাড়া সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে, তার বদলে বিভিন্ন সমাজ সেবক মূলক কর্মসূচি গ্রহণ করেছে এই ক্লাব সংগঠন এমনটাই জানালেন ক্লাব সম্পাদক মানুষ রায়, সোমবার ছিল এই ক্লাব সংগঠনের দুর্গ উৎসবের খুঁটি পূজা, স্বাস্থ্যবিধি মেনে সম দূরত্ব বজায় রেখে খুঁটি পুজো হয়, এমনটাই জানালেন ক্লাব সম্পাদক মানুষ রায়।