November 4, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আমফানের দূর্নীতির অভিযোগে ভগবানপুরে স্মারক লিপি জমা দিল বিজেপি নেতৃত্ব

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- সুপার সাইক্লোন আমফানের দূর্নীতির অভিযোগে বিজেপির মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ কোটবাড় গ্রাম পঞ্চায়েতে স্মারক লিপি জমা দেওয়া হয়, মূলত সুপার সাইক্লোন আমফানের তান্ডব এর ফলে যেসব ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব পরিবার গুলোকে ক্ষতিপূরণ পায়নি অথচ যাদের পাকা বাড়ি রয়েছে কোনো ক্ষয় ক্ষতি হয়নি এই ঝড়ে তারাই এই ক্ষতিপূরণ পেয়েছে এই সব একাধিক অভিযোগ তুলে মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত কার্যালয় অফিসে স্মারক লিপি জমা দিল বিজেপি নেতৃত্ব, শুধু তাই নয় এই দিন বক্তব্য রাখতে গিয়ে বর্তমান শাসকদল সহ মুখ্যমন্ত্রীর উপর তোপ দাগলেন বিজেপি নেতৃত্বরা, এই দিন এই স্মারকলিপি জমা দেওয়ার সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল ভগবানপুর থানার বিশাল পুলিশ বাহিনী, অন্য দিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান জান আমরা বিষয়টি খতিয়ে দেখছি এর মধ্যে কোনো দুর্নীতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।