October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আমফানের দুর্নীতির অভিযোগে গ্রাম প্রধান সহ ২৫ জনকে সাসপেন্ড করলো তৃনমুল

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- সুপার সাইক্লোন আমফানের ঝড়ে দুর্নীতি এক জন গ্রাম প্রধান সহ ২৫ জনকে সাসপেন্ড করলো তৃনমুল, ঘুর্নীঝড় আমফানের জেরে কোন ক্ষতি না হওয়া সত্ত্বেও ক্ষতিপূরণের টাকা নেওয়ার অভিযোগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা এলাকার ২০০ জন তৃণমূল নেতাকে শোকজ করে ছিলো দল। শুধু শোকজ নয় তাদের তিন দিনের মধ্যে টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে।
বৃহস্পতিবার সেই নির্দেশ দেওয়া হয়। তার পর কেটে গেছে তিন দিন। সোমবার সাংবাদিক বৈঠক নন্দীগ্রাম ব্লক তৃণমূল সভাপতি মেঘনাথ পাল জানিয়ে ছেন তাঁদের সেই চিঠি পাওয়ার পরে টাকা ফেরানোর হিড়িক পড়ে নন্দীগ্রামে।রবিবার অবধি ৮৭ জন অভিযুক্ত টাকা ফেরত দিয়েছেন। আজ সোমবার আরো ৫০ জন টাকা ফেরত দেবে। তবে এর মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আরো কঠিন পদক্ষেপ নিয়েছে দল। জানিয়ে ছেন এক গ্রাম প্রধান সহ ২৫ জনকে সাসপেন্ড করেছে দল। এর মধ্যে কয়েক জন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিভিন্ন স্তরের দলীয় নেতৃত্ব আছে। এই ঘটনায় তৃনমূলের ভাবমুর্তি নষ্ট হল কিনা জানতে চাওয়ায় মেঘনাদ পাল বলেন ক্ষুব্ধ মানুষেরা তৃনমুল কিংবা এলাকার বিধায়ক মন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে অসন্তুষ্ট নন।