নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের নাটশাল-২ গ্রামপঞ্চায়েতের দক্ষিণ পূর্ব শ্রীরামপুর গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্যা নমিতা দাস নিজের দুই ছেলের নাম দেওয়ার সহ নিকট প্রিয় জনের নামে আমফানের টাকা নেওয়ার প্রতিবাদে কয়েশ গ্রামবাসী পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। গ্রাম বাসীদের অভিযোগ আমফানের টাকা নিজের ছেলে, দলের কর্মীদের দিয়েছে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তারা কিছুই পাইনি। অবিলম্বে সমস্ত টাকা ফেরত ও প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তাদের দেওয়ার ব্যবস্থা করা হোক। না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে গ্রামবাসীরা। যদিও এই সম্বন্ধে কোটা অভিযোগ অস্বীকার করেন পঞ্চায়েত সদস্য নমিতা দাস, তার পাল্টা অভিযোগ তাকে বদনাম করার জন্যই এমনটাই করছে এলাকাবাসী, যদিও এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।