July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আমফানের ক্ষতি পূরণের তালিকায় রয়েছে মৃত ব্যক্তির নাম, চাঞ্চল্য এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- গত তিন বছর আগে মারা যাওয়ার ব্যক্তির নাম আমফানের ক্ষতি পূরণের তালিকায় আশার খবর ছড়িয়ে পড়তে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়, এমনই ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনি পঞ্চায়েত সমিতির আলুয়াচক গ্রামে, জানা গেছে মৃত ব্যক্তির নাম সুধীর মন্ডল আলুয়াচক গ্রামের বাসিন্দা,আরো জানা যায় গত তিন বৎসর আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, কিন্তু আমফান ঝড়ে পান বোরজের ক্ষতি পূরণের তালিকায় রয়েছে ঐ ব্যাক্তির নাম। যার ফলে ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কিন্তু ঐ মৃত ব্যক্তির পাঁচ ছেলের দাবি তারা এই ব্যাপারে কোন ভাবেই অবগত নন এমনকি পানের বোরজের খতিপুরনের কোন টাকা তারা পাননি কিভাবে তাদের মৃত বাবার নাম খতিপুরনের তালিকায় এসেছে সেই ব্যাপারে তারা কিছুই জানে না। তবে সাধারণ মানুষ থেকে ও এলাকার বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূলের কিছু নেতা ও নেতৃরা এই দুর্নীতির ঘটনার সঙ্গে যুক্ত শুধু তাই নয় তাদের অভিযোগ ঐ এলাকার তৃণমূলের নেতৃত্বেরা অমফানের খতিপুরনের টাকা প্রাপ্য গরীব মানুষদের না দিয়ে তাদের ঘনিষ্ঠ আত্মীয় দুই তালা ও তিনতলা যুক্ত পাকার বাড়ির মালিকদের পাইয়ে দিয়েছে এবং পান বোরজের খতিপুরনের তালিকায় ২৭ জনের মধ্যে ১৯ জন ব্যক্তির কোন পানের বোরজই নেই। তাই বীজেপির দাবি অবিলম্বে ঐ সকল অপাপ্য ব্যক্তির কাছ থেকে খতিপুরনের টাকা ফেরত নিয়ে পাপ্য গরীব মানুষদের দিতে হবে। তবে মৃত ব্যাক্তির ছোটো ছেলে বিশ্বজিৎ মণ্ডল বিষয় টি তিনি কিছুই জানেন না বলে জানিয়ে ছেন। এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত নয় অথচ যারা আমফান এ ক্ষতি পূরণ এর টাকা পেয়েছেন তাদের নামের লিস্ট গ্রামের বিভিন্ন জাইগা তে কে বা কারা চিটিয়ে দিয়েছেন। এই নিয়ে গ্রামে বেপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে খারুই দুই গ্রাম পঞ্চায়েত এর মহিলা প্রধান এই বিষয়ে কিছুই বলতে চাননি। শহীদ মাতঙ্গিনি ব্লক এর বিডিও সুমন মণ্ডল এর কাছে বিষয় টি জানার জন্য গেলে বিডিও সংবাদ মাধ্যমে এর সামনে কিচু বলতে চাননি। তবে ওই আলুয়াচক গ্রামের তৃণমূল এর গ্রাম পঞ্চায়েত সদস্য সুনীল দেবাধিকারি জানান জে ওই মৃত ব্যাক্তির ছেলের নামে ক্ষতি পূরণ দেওয়া হয়েছে ক্ষতিপূরণ এর লিস্ট এ টাইপিং মিসটেক হয়ে যাওয়ার জন্য এই বিভ্রান্তি।