September 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আমফানের ক্ষতিগ্রস্তের তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আমফানের ক্ষতিগ্রস্তের তালিকা নিয়ে ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে বির্তকের সৃষ্টি হয়েছে। একাধিক জায়গায় দুর্নীতির অভিযোগে ক্ষোভ-বিক্ষোভ লেগে চলে ছিল। বেশির ভাগ ক্ষেত্রেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর ওপর দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন সাধারণ মানুষ। কাটমানির ধাঁচে একাধিক জায়গায় দুর্নীতির অভিযোগে শাসকদলের নেতাদের বিরুদ্ধে পড়ে ছিল পোস্টার। কিন্তু এবার রাজ্যের খোদ বিরোধী দল বিজেপির পঞ্চায়েত সদস্যের নামে পড়লো আমফান দুর্নীতির পোস্টার। শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের গেঁওখালির তেঁতুল বেড়িয়া গ্রামে বিজেপির পঞ্চায়েত সদস্য তপন মন্ডলের নামে একটি দুর্নীতির অভিযোগে পোস্টার লক্ষ্য করা যায়। যেখানে আমফানের তালিকায় ওই পঞ্চায়েত সদস্যের পাকা বাড়ি থাকা সত্বেও ক্ষতিপূরণের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও নিজের শালিকা ও শ্বশুরের নামেও ক্ষতিপূরণের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ওই বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আমফান দুর্নীতি ছাড়াও একাধিক বিষয়ে পোষ্টের মধ্যে অভিযোগ উঠেছে ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পোস্টারের মধ্যে অভিযোগ করা হয় জব কার্ডের হাজিরার জন্য ওই পঞ্চায়েত সদস্য দুই হাজার টাকা করে নিয়েছেন। এই সমস্ত অভিযোগ তুলে পোষ্টারের মধ্যে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের দ্রুত পদত্যাগের দাবি তোলা হয়েছে। তবে পঞ্চায়েত সদস্য তপন মণ্ডলের ছাদ ঢালাই পাকার বাড়ি থাকা সত্ত্বেও ক্ষতিপূরণের তালিকার মধ্যে নাম থাকায় শুরু হয়েছে বিতর্ক। তবে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের দাবি, “সম্পূর্ণ অভিযোগ মিথ্যে”