October 30, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আমপান ঝরে সরকারি সহযোগিতার তালিকায় স্বজনপোষণ ও কারচুপির অভিযোগ প্রধানের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েত অফিসে বিক্ষোভ করে এলাকাবাসী, তারা তালা মেরে যায় পঞ্চায়েত অফিসের গেট। তাদের বক্তব্য অনুযায়ী প্রধান তার নিজস্ব আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এবং ঘনিষ্ঠ মেম্বারদের মধ্যে আমপান ঝড়ে ক্ষতি হওয়া সরকারি সহযোগিতা পাইয়ে দিচ্ছেন। ত্রিপল, শস্য বীজ সবটাই এভাবেই বন্টিত হয় এলাকার গরিব মানুষ কে উপেক্ষা করে।
আমপান ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছিল আগেই, প্রধান উপপ্রধান বিরোধী দলনেতা পঞ্চায়েত সমিতির সদস্য সকলে মিলেই। প্রথমে 36 জনের তালিকা প্রস্তুত করার পর, বিডিও অফিস থেকে নির্দেশ আসে কুড়ি জনের বেশি সহযোগিতা করা যাবে না। তখন সকলের সিদ্ধান্ত অনুযায়ী নামের তালিকা প্রস্তুত করা হয়। কিন্তু তাহলে বিক্ষোভ কেন আজ? এ বিষয়ে প্রধানের মুখ থেকে বেরিয়ে আসলো পঞ্চায়েত মেম্বারদের অন্তর্দ্বন্দ্বের কথাও। তার কথা মাত্র কুড়ি জনের সহযোগিতা মিলেছে অথচ প্রয়োজন অনুযায়ী এলাকার প্রায় 70 -80 জনকে পৌঁছাতে হবে সহযোগিতা তাই নিজেদের ঘনিষ্ঠদের একাউন্টে টাকা ঢোকানোর পর তা তুলে নিয়ে সকলে মিলে বসে সবাইকে খুশি রাখতে হবে এমনই সিদ্ধান্ত হয়েছিল সকলের।
ঘটনাস্থলে শান্তিপুর থানার এস আই অরূপ মুখার্জি পরবর্তীতে ওসি সুমন দাস দীর্ঘ এক ঘন্টা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করে বিষয়টি।