অনির্দিষ্টকালের জন্য নির্ভয়া দোষীদের শাস্তি স্থগিতের নির্দেশ দেন দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। জানা গিয়েছে, সোমবারই আদালতের তরফে অনির্দিষ্টকালের জন্য নির্ভয়া দোষীদের শাস্তি স্থগিতের নির্দেশ দেওয়া হয়। আর এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা করা শুরু করেন নেটিজেনরা। আর তা থেকে বাদ যাননি বলিউড অভিনেতা ঋষি কাপুর। নির্ভয়ার দোষীদের শাস্তি পিছিয়ে যাওয়ায় টুইটারে তার মন্তব্য, “নির্ভয়া কেস, দিনের পর দিন তারিখ বদলেই যাচ্ছে। কী অদ্ভুত!”
এরসাথে “তারিখ পে তারিখ…” বিখ্যাত ছবি ‘দামিনী’র সংলাপ ধার করে বিরক্ত প্রকাশ করেন। তবে সোজাসুজিভাবে তিনি আদালতের বিচারব্যবস্থা নিয়ে কোনওরকম মন্তব্য করেননি। তবে পরবর্তী রায় না দেওয়া পর্যন্ত মুকেশ, অক্ষয়, বিনয় ও পবনের ফাঁসি আটকে রইল। এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আরজি জানিয়েছে পবন।
একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছেও প্রাণভিক্ষার আরজি জানিয়েছে। তাই ৩ মার্চের ফাঁসির উপর স্থগিতাদেশ চেয়ে পাতিয়ালা হাই কোর্টে আবেদন জানায় পবন ও অক্ষয়। সেই আবেদনের শুনানি শেষেই মৃত্যু পরোয়ানার উপর স্থগিতাদেশ জারি করল আদালত। তবে এই নিয়ে তৃতীয়বারের জন্য পিছিয়ে গেল দোষীদের ফাঁসি।