May 31, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

আবারও তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তাল নারায়নগড়! চললো বোমাবাজি ও গুলি!

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে মকরামপুরের কাছে অভিরামপুরে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের উত্তাল হয়ে উঠল। কিছুক্ষণ আগেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন এক তৃণমূলকর্মী অভীক দোলাই। বোমার আঘাতে আহত হন আরও দু জন তৃণমূল কর্মী। সমর্থকেরা তাদেরকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অভিক দোল‌ই কে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

মকরামপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত লক্ষীকান্ত সিট বহিষ্কৃত এই তৃণমূল নেতাকে আবার দায়িত্ব দেওয়া হয় দলে। এর পরেই আজ এ ঘটনা ঘটে যাঁকেই কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মোকরামপুর এলাকা। যদিও এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত লক্ষীকান্ত সিট এর সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি। আহতরা জানিয়েছেন তাঁরা প্রত্যেকেই তৃণমূল কর্মী সমর্থক।