July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ধর্ম কোডের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ

হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান নানা ধরনের ধর্ম সম্প্রদায় ভুক্ত মানুষের নিজস্ব ধর্ম পরিচয় রয়েছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা প্রকৃতির পূজা করেন তারাও এবার ধর্ম কডের দাবিতে রাস্তায় নামলেন ।আজ বালুরঘাটে আদিবাসী কালচারাল এন্ড এডুকেশন সোসাইটির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে মানববন্ধন করেন তাদের দাবি রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হোক যাতে তাদের নিজস্ব একটা ধর্ম কোড কেন্দ্রীয় সরকার প্রদান করে।
সরনা ধরম কোডের দাবিতে রবিবার সকালে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করল আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। তাদের দাবি ভারতের মূল নিবাসী আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাও তাদের বঞ্চিত করা হচ্ছে। তাই আর বঞ্চনা নয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ধরম কোড দিতে হবে। এই দাবিতেই আজ তারা বালুরঘাটে মানব বন্ধন কর্মসূচি পালন করেন। পাশাপাশি তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়েছেন আদিবাসী ওঁরাও লিটারেচার এণ্ড কালচারাল সোসাইটির সদস্যরা। এদিকে এদিনের এই কর্মসূচিতে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ মোতায়ন ছিল।