July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আত্রেয়ী এর জলে ধসের কবলে বালুরঘাটের বেশ কিছু বাড়ি

বালুরঘাট, আত্রেয়ী খাড়ির জলে তোড়ে বেশ কিছু বাড়ি ঘর ধসের কবলে বালুরঘাট শহরের ঘন বসতি পুর্ন এ কে গোপালন কলোনী এলাকায়। চরম দুর্ভোগে এলাকাবাসি। এলাকা বাসির অভিযোগ প্রশাসনের কাছে এই অবস্থা থেকে ঘরবাড়ি বাচাতে বার বার এই খাড়িতে বাধ নির্মানের দাবি জানিয়ে আসলেও হেল দোল নেই প্রশাসনের। অথচ এই কলোনীতে প্রচুর লোকের বাস। তাদের দাবি অবিলম্বে তাদের পুনর্বাসন ও এলাকায় বাধ নির্মান করা হোক। না হলে বার বার কলোনীর বাসিন্দাদের ক্ষয় ক্ষতির মুখে পড়তে হবে। যদিও খবর পেয়ে স্থানিও পুরসভার লোকজন ঘটনা স্থলে এসে সরোজমিনে খতিয়ে দেখে গেলেও স্থানিওদের অভিযোগ তারা এখনও কোন প্রশাসনের তরফে সাহায্য পান নি। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি এলাকা ঘুড়ে দেখার পাশাপাশি ক্ষতি গ্রস্ত পরিবার পরিজনদের সাথে কথা বলেন। পরে সুকান্ত মজুমদার ক্ষোভ জানিয়ে বলেন দীর্ঘ কয়েক দশক এই কলোনীতে প্রচুর লোক বাস করছেন, তবু কেন প্রশাসনের তরফে তাদের নিরাপত্তার ব্যাপারটি মাথায় রেখে এই খাড়িতে বাধ বা গার্ড ওয়াল নির্মান করা হয় নি তা বুঝে উঠতে পারছি না। যদি হতো তবে এভাবে আজ ৩০ টি পরিবারকে ক্ষতিগ্রস্ত হতে হতোনা বলে তিনি ক্ষোভ জানান।তিনি আরো বলেন এবারের পুরভোটে তারা এই বিষয়কে নিয়ে ইস্যু করে দল ভোটের প্রচারে যাবে বলে তিনি দাবি করেন।

স্থানিও বাসিন্দারা জানিয়েছেন কয়েকদিন আগে টানা বৃষ্টিতে আত্রেয়ী নদী ও শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া তার খাড়ী তে ( শাখা) জলস্ফীতি দেখা দেয়। কলোনীর ঘেষা এই খাড়ীতে কোন বাধ নির্মান না করায় ওই জল সরাসরি কলোনীর ভেতরের বাসিন্দাদের বাড়িঘর জলমগ্ন করে দেয়। গতকালের আগের দিন থেকে ধীরে ধীরে জল কমতে শুরু করলে এই খাড়ির সাথে যুক্ত থাকা বালুরঘাট শহরের নিকাশির জন্য কয়েকটি সুইস গেট খুলে দেওয়া হয়। আর যার ফলে ওই জমা জলের প্রবল চাপের দরুন বাধ না থাকায় জলের তোড়ে এই কলোনী এলাকার মাটি ধসে যায়।তাতে বেশ কয়েকটি পরিবারের বাড়ি ঘর সহ বেশ কিছু আত্রেয়ী খাড়িতে ধসে পড়ে গিয়ে ক্ষতি গ্রস্ত হয়।

কলোনীর বাসিন্দারা জানিয়েছেন গতকাল দুপুরে এলাকায় এর ফলে কিছু কিছু জায়গায় ফাটল দেখা দেয়। কিন্তু সেই ফাটল যে এভাবে আজ সকালে ধসে বাড়ি ঘর ভেংগে পড়বে তা ভাবতে পারেন নি। কলোনীর অনান্য বাসিন্দারা ছুটে এসে না বাচালে কি হতো তা ভাবতেই তারা শিউরে উঠছেন বলে বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছেন। তারা অবশ্য জানিয়েছেন পুরসভার লোকজন এসেছিল। তবে তারা এখনও কোন ক্ষতি পুরন বা সাহায্য পাননি।

প্রসংগত বালুরঘাট শহরের এই এ কে গোপালন কলোনীতে প্রচুর লোকের বাস। বিভিন্ন পেশার মানুভষ দীর্ঘ কয়েক দশক ধরে এই কলোনীতে বাস করলেও এর আগে এভাবে ধস নেমে কেউ ক্ষতিগ্রস্ত হতে তারা দেখেন নি বলে তারা জানিয়েছেন।