October 9, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আজ থেকে খুলে গেল শৈবতীর্থ তারকেশ্বরের ঐতিহাসিক তারকনাথের মন্দির

আজ থেকে খুলে গেল শৈবতীর্থ তারকেশ্বরের ঐতিহাসিক তারকনাথের মন্দির। করোনার মারণব্যাধির প্রকোপে লকডাউনের ফলে বন্ধ ছিল এই ঐতিহাসিক’মন্দিরের দরজা । বাবার দর্শন না পেয়ে মন খারাপ ছিল সমস্ত বাবা ভোলেনাথের ভক্তদের । কিন্তু গতকালই সিদ্ধান্ত হয়েছে আবার শর্তসাপেক্ষ মন্দির খোলা হবে। সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে নটা অব্দি দর্শনার্থীরা মন্দিরে আসতে পারবেন। তবে তাদের প্রত্যেকেই মাক্স পরে আসতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে তাদের মন্দিরে ঢুকতে হবে । শুধু তাই নয় গর্ভগৃহেও তারা প্রবেশ করতে পারবেন না।চোঙ্গার মাধ্যমে বাবা তারকনাথের মাথায় তারা জল দিতে পারবেন ।তবে এই সিদ্ধান্তে খুশি বাবা তারকেশ্বরের ভক্তবৃন্দ ।তারা জানিয়েছেন আজ দীর্ঘদিন পর আবার ঈশ্বর মুখ তুলে চেয়েছেন । আমাদের আশা এবার সারা পৃথিবী থেকে বাবা ভোলানাথ করোনাকে মুক্ত করে আমাদের পৃথিবীর শান্তি এবং স্বাভাবিকতা ফিরিয়ে দেবেন।