বুধবার অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী দের বাড়িতে হানা দেয় সিবিআই | ঐদিন ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই অনুব্রত মণ্ডল কে তলব করে |
আজ টানার সাড়ে পাঁচ ঘণ্টা জেরার পর সিবিআই দপ্তর ছাড়লেন বীরভূমের সভাপতি অনুব্রত মণ্ডল | আগামীকাল অনুব্রত মণ্ডল কে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে বলে জানা গিয়েছে | এদিন বেলা সাড়ে 11 টা নাগাদ চিনার পার্ক এর বাড়ি থেকে বের হন অনুব্রত | সিবিআইয়ের নির্ধারিত সময়সীমার আগে সোজা সল্টলেকের সিজিও কম্প্লেক্স পৌঁছান তিনি | এরপর চলে টানা পাঁচ ঘণ্টা জেরা |
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী