December 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আচমকা ভাটায় হাতির হামলা, ঘটনায় মৃত্যু এক বৃদ্ধের

দাঁতালের হামলায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের কুটিডি এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর পাঁচটা নাগাদ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে লকডাউনের ফলে ভাঁড়ারে টান পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষ গুলোর। তাই সংসার চালাতে গ্রাম থেকে কিছুটা দূরে ভাটায় কাজ শুরু করেন ওই বৃদ্ধ।

গত শনিবার রাতে ভাটায় ইট তৈরির মাটি ভিজিয়ে রেখেছিলেন তিনি। ইট তৈরির জন্য রবিবার ভোর হতেই ঘর ছাড়েন বৃদ্ধ। বাড়ি থেকে প্রায় আড়াই কিমি দূরে ভাটায় পৌঁছে অন্যান্য শ্রমিকদের সঙ্গে দিব্যি কাজ শুরু করেন। সেই সময়ই যেন সাক্ষাৎ যমদূত সামনে এসে দাঁড়ায়! একেবারে দু’-তিন ফুট সামনে দাঁতালকে দেখতে পেয়েই শ্রমিকরা পালিয়ে যান। কিন্তু কাজে ডুবে থাকা বছর ৬১-এর ফণি মুড়া বুঝে উঠতে পারেননি যে দাঁতাল তাঁর সামনে দাঁড়িয়ে। কিছু বোঝার আগেই তাঁকে শুঁড়ে পেঁচিয়ে একাধিকবার মাটিতে আছড়ে মারে ঘাপটি মেরে থাকা দাঁতালটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের।

যদিও এই মর্মান্তিক ঘটনায় বনাঞ্চলের এক আধিকারিক দুঃখ প্রকাশ করার পাশাপাশি ওই পরিবার যাতে দ্রুত ক্ষতিপূরণ পায় তার সবরকম ব্যবস্থা করার আশ্বাস দেন।