আগ্নেয়াস্ত্র বেচা কেনার সময় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো গঙ্গারামপুর থানার পুলিশ। সেই সঙ্গে ধৃতদের কাছ থেকে উদ্ধার দুটি চোরাই মোটরবাইক উদ্ধার করলো পুলিশ ।শনিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
পুলিশি সূত্রে খবর ধৃতরা হলেন মহম্মদ আশিক (২০)বাড়ি মালদা জেলার মানিকচক থানার কুমরি এলাকায়। অপরজন জয়নাল আবেদী (৩০) বাড়ি গঙ্গারামপুর থানার নেহেম্বা এলাকায়। শনিবার ৭দিনের পুলিশি হেফাজতে চেয়ে ধৃতদের গঙ্গারামপুর আদালতে তোলে গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গেছে মানিকচক থানার কুমরি এলাকার বাসিন্দা মহম্মদ আশিক চোরাই বাইকে করে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে আসে গঙ্গারামপুরে বিক্রি করার জন্য।সেই মতো শুক্রবার রাত্রি ১১.৩০ নাগাদ গঙ্গারামপুর কিষান মান্ডি এলাকায় ঘোরাফেরা করতে থাকে আশিক তার কিছুক্ষনের মধ্যে জয়নাল আবেদীন নাম আর এক ব্যাক্তি আরো একটি চোরাই বাইক নিয়ে হাজির হয় সেখানে সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ২যুবককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান এক রাউন্ড কার্তুজ সহ ২টি চোরাই বাইক ও নগদ ৪হাজার টাকা।শনিবার ৭দিনের পুলিশ হেফাজতে চেয়ে ধৃতদের গঙ্গারামপুর মহকুমা তোলে গঙ্গারামপুর থানার পুলিশ। এই বিষয়ে গঙ্গারামপুর থানার IC পূর্ণেন্দু কুমার কুন্ডু জানান।