April 21, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

আগ্নেয়াস্ত্রসহ 2 দুষ্কৃতীকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ

মালদা- আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার কোরলো ইংরেজবাজার থানার পুলিশ।
শুক্রবার রাতে শোভানগর গ্রাম পঞ্চায়েতের সৌকত মোর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে দুটি পাইপগান উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম,আনোয়ার শেখ(২২) এবং ওয়াসিম আক্রম(১৮)। ধৃতদের বাড়ি মানিকচক থানা এলাকায়।
পুলিশ জানিয়েছে ওই আগ্নেয়াস্ত্রগুলি তারা বিক্রি করার উদ্দেশ্যে সৌকত মোর এলাকায় জমায়েত হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ সেখানে হানা দিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। শনিবার দিন তোদের জেলা আদালতে পেশ করে পুলিশ।