মালদা, ১৭ জুন । গোপনসূত্রে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সাদুল্লাপুর লিচুতলা পেট্রোলপাম্প এলাকা থেকে ওই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ এবং একটি মোটর বাইক। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে সাতদিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত দুই দুষ্কৃতীর নাম হায়দার সেখ (২৫) এবং মীর সফিউদ্দিন (৩২)। দুজনেরই বাড়ি মোথাবাড়ি থানার নয়াবস্তি এবং কমলপুর এলাকায়।
পুলিশ জানিয়েছে , এদিন সাদুল্লাপুর পেট্রলপাম্প মোড়ের কাছে রাজ্য সড়কে ওই দুই দুষ্কৃতী সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। রাতে পুলিশি টহলদারি সময় ওই দুজনকে দেখে সন্দেহ হয় । এরপর জিজ্ঞাসাবাদ করতেই অভিযুক্তদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
প্রাথমিক জেরায় ধৃতেরা জানিয়েছে, সদুল্লাপুর এলাকার রাজ্য সড়কে ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। ওই দুষ্কৃতীদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।