
মালদাঃ-আগুনে পুড়ে ছাই হয়ে গেল ইংরেজবাজার শহরের এক বাসিন্দার বাড়ির একাংশ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গৃহকর্তা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের পিরোজপুরের হরিজন পাড়ায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা কৃষ্ণেন্দু চ্যাটার্জী মঙ্গলবার গভীর রাতে দেখতে পান তার বাড়ির দোতলায় ঠাকুর ঘর থেকে আগুনের শিখা বের হচ্ছে। আগুন দাউদাউ করে জ্বলতে থাকায় এবং ঠাকুর ঘরের দরজা বন্ধ থাকায় আগুন নেভানোর চেষ্টা বৃথা যায়। দমকলে খবর দিলে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কৃষ্ণেন্দু বাবু জানান, ঠাকুর ঘরে রাখা প্রায় দু’লক্ষ টাকার আসবাব পুরে ছাই হয়ে গেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও পুড়ে গেছে বলে জানান তিনি। তার অভিযোগ, জমি বিবাদের জেরে কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে চক্রান্ত করে আগুন লাগিয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত দাবি করেছেন তিনি।
More Stories
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ
বদলে গিয়েছে আবহাওয়া
তিনজন সদস্যের মৃত্যুর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য