April 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডেতেই বিয়ে হবে নেহা ও আদিত্যর, এমনটাই জানালেন নেহা

ইন্ডিয়ান আইডল এর মঞ্চে বহিঃপ্রকাশ ঘটেছিল আদিত্য নারায়ণ ও নেহা কক্করের সো-কলড প্রেমের। তখন থেকেই তাদের বিয়ে নিয়ে অনুরাগীদের মনে উঠেছে নানা প্রশ্ন। এবার সেই প্রশ্নের অবসান ঘটেছে। সূএের খবর, আগামী ভ্যালেন্টাইনস ডে-র দিনই আত্মীয়তায় বাঁধা পড়বে নারায়ণ পরিবার ও কক্কর পরিবার। সেদিনই বিয়ে করবে নেহা ও আদিত্য। সম্প্রতি ইন্ডিয়ান আইডল-এর এসেছিলেন গায়ক উদিত নারায়ণ ও দীপা নারায়ণ। সেদিনই গায়ক উদিত নারায়ণ পুত্রবধূ করতে চান নেহা কে। আর সেই প্রস্তাবে রাজি হয়ে যান উদিত নারায়ণের স্ত্রী দিপা নারায়ণও। পাশাপাশি প্রস্তাবে রাজি নেহার পরিবারও। তাঁরাও ইন্ডিয়ান আইডল-এ এসে বলেছেন আদিত্য নারায়ণকে জামাই হিসেবে মেনে নিতে তাঁদেরও কোনও আপত্তি নেই। এরপরই ঘোষাণা করা হয় আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডেতেই বিয়ে হবে নেহা ও আদিত্যর। ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন নেহা। ইন্ডিয়ান আইডল-এর আর এক বিচারক হিমেশ রেশমিয়া জানান, যদি ১৪ ফেব্রুয়ারি বিয়ে হয়, তবে মেহেন্দি হওয়া উচিত ১ ফেব্রুয়ারি। দুই পরিবারের কেউই এতে অমত পোষণ করেননি। নেহাকে মেহেন্দির জন্য একটি গানও ডেডিকেট করেন অলকা ইয়াগনিক।