May 31, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

আগামী সপ্তাহের শুরুতেই ফের চালু হতে পারে কলকাতা মেট্রো পরিষেবা

আগামী সপ্তাহের শুরুতেই ফের চালু হতে পারে কলকাতা মেট্রো পরিষেবা। এখন কিন্তু আর টোকেন নয়, মেট্রোয় চড়তে গেলে প্রয়োজন ই-পাস। কিন্তু, কোথা থেকে এবং কী ভাবে পাওয়া যাবে সেই ই-পাস? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে যাত্রীদের মধ্যে। তবে ই-পাস পাওয়ার সেই পদ্ধতি কিন্তু খুব জটিল নয়। নতুন স্মার্ট কার্ড পেতে এবং পুরনোগুলো রিচার্জ করানোর জন্য মেট্রো কাউন্টারগুলো খুলবে। তা ছাড়া মেট্রোর অ্যাপ ব্যবহার করে অনলাইনেও তা রিচার্জ করা যাবে। বাকি থাকল ই-পাস। সেটা পাওয়ায় জন্য যাত্রীদের মোবাইল-কম্পিউটার বা ল্যাপটপের নিজস্ব ব্রাউজারে গিয়ে ইউআরএল হিসাবে লিখতে হবে pathadisha.com/metro। এখানে গেলেই যাত্রীরা ‘জার্নি স্লট’ বুক করতে পারবেন। এর পর এক ঘণ্টার ‘জার্নি স্লট’-এর জন্য যাত্রীর মোবাইলে একটি ই-পাস চলে যাবে। সেখানে লেখা থাকবে— কোন সময়ের জন্য তিনি বুক করেছেন, কোন স্টেশন থেকে মেট্রোয় উঠবেন এবং কোথায় নামবেন। পাশাপাশি যাত্রীর নামও ওই ই-পাসে লেখা থাকবে। ই-পাসের ক্ষেত্রে ১২ ঘণ্টা আগে অগ্রিম বুকিংও করা যাবে বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে।