
পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক সমস্যা | হাইকোর্টের নির্দেশ মতন 22 কোম্পানি বাহিনীতে হবে না | মনোনয়ন দাখিল নিয়ে যেসব অভিযোগ উঠেছে তার সিবিআই তদন্ত হবে । এই পরিস্থিতিতে আগামীকাল থেকে নব জোয়ারের মডেলের প্রচারে মাঠে নামছে তৃণমূল কংগ্রেস |
জানা গিয়েছে আগামী ২২ জুন থেকে ২৮ জন প্রথম পর্যায়ে প্রচারে থাকছেন ৫৮ জন নেতা | মোট ১৬ জেলায় প্রথম প্রচার করা হবে | গত দু মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারে বিপুল সারা পেয়েছেন তিনি | সাধারণ কর্মী সমর্থকরা তার কাছে এসে নিজেদের সুবিধা অসুবিধা কথা জানিয়েছেন । ঠিক সেভাবেই পঞ্চায়েত এর প্রচারে নামছে তৃণমূল |
এবার প্রচারের বিষয় হবে, ১০০ দিনের টাকা না পাওয়া, আবাস যোজনার টাকা না পাওয়া, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সহ একাধিক ইস্যু | পাশাপাশি বিরোধীদলের বিরুদ্ধে সুর চরাবেন ঘাসফুল শিবির |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়