বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। সোমবার সন্ধ্যা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার মানিকপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সাদ্দাম শেখ ও আফতাব আলম বলে জানা গিয়েছে। উভয়েরই বাড়ি মালদার কালিয়াচক থানার মোজামপুর এলাকা। ধৃতদের কাছ থেকে একটি কার্বাইন সহ মোট ১২ টি আগ্নেয়াস্ত্র এবং ৪০ রাউন্ড গুলি উদ্ধার ও চারটি ম্যাগজিন উদ্ধার করে সূতি থানার পুলিশ। অস্ত্রগুলো ফারাক্কার তিলডাঙ্গা হয়ে ঝাড়খণ্ডে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ধৃতরা। ধৃতদের আজ জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো হয়েছে বলে। ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।