অরিজিৎ সিং যেন একেবারে পাকা রাঁধুনি। লাইভ কনসার্টে শত সহস্র শ্রোতাদের উন্মাদনা সামলানো গায়ক এবার শেফ মোডে ধরা দিলেন। হেঁশেলে হাতা-খুন্তির যুদ্ধে দেখা গেল তাঁকে। শুক্রবার তাঁর ফ্যান পেজ থেকে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গেল মন দিয়ে অরিজিৎ সিংকে রান্না করতে।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জের প্রাণ অরিজিৎ সিং। তবে সেই প্রাণের স্পন্দন গোটা দেশ জয় করে বিদেশের মাটিতেও সমুজ্জ্বল। অরিজিৎ সিং দেশের এক নম্বর গায়ক। তাঁর গানে বুঁদ আট থেকে আশি। নতুন প্রজন্মের প্রেম থেকে ব্রেকআপ, সব মুহূর্তের সঙ্গেই জড়িয়েই অরিজিতের গান। তবে সেই অরিজিৎ কিন্তু একেবারেই মাটির মানুষ। ছিমছাম পোশাকে স্কুটিতেই ঘুরে বেড়ান তিনি। এত বড় মাপের গায়ক হয়েও নিজে হাতে বাজার করেন। সন্তানদের স্কুলে দিয়ে আসেন। মুম্বইতে বিলাসবহুল ফ্ল্যাট থাকলেও শিকড়ের টানেই জিয়াগঞ্জে থাকেন।
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান
রোশান পরিবারের গল্প নিয়ে আসছে ‘দ্য রোশনস’