নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- অমাবস্যার কোটালে নদীতে তলিয়ে গেল বালি বোঝাই যন্ত্রচালিত নৌকা। শুক্রবার ঘটনাটি পূর্ব মেদিনীপুরের সুতাহাটা ব্লকের কুকড়াহাটির এড়িয়াখালিতে। জানা গিয়েছে, এ দিন সকালে হাওড়ার শ্যামপুর এলাকা থেকে বালি তুলতে এসে ছিল যন্ত্রচালিত নৌকাটি। এরপর ওই নৌকাটি কুকড়াহাটি এড়িয়াখালিতে বালি তোলার সময় হঠাৎই নদীতে ডুবে যায় নৌকাটি।এরপর এলাকার মানুষ ঘটনাটি দেখতে পেয়ে নৌকায় থাকা তিন মাঝিকে উদ্ধার করেছে। ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।