October 30, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

‘অমাবস্যার কালো দিনে ভাইরাস, ব্যাকটেরিয়া-সহ ক্ষতিকরারক শক্তিগুলির ক্ষমতা বেড়ে যায়’, টুইট অমিতাভ বচ্চন

মারণ চিনা ভাইরাসে ভারতে ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই রাজ্যসহ গোটা দেশে লকডাউন করা হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে ‘অমাবস্যায় ভাইরাসের শক্তি বেড়ে যায়’ এমনই এক টুইট করে বিতর্কে জড়ালেন বিগ বি অমিতাভ বচ্চন। তিনি লেখেন, অমাবস্যার কালো দিনে ভাইরাস, ব্যাকটেরিয়া-সহ ক্ষতিকরারক শক্তিগুলির ক্ষমতা বেড়ে যায়। শঙ্খনাদ, কাঁসর,ঘণ্টা কিংবা হাততালি ওই সমস্ত ব্যকটেরিয়া, জীবাণুর ক্ষমতা ধ্বংস করতে সাহায্য করে। অমিতাভ বচ্চন কীভাবে এই ধরনের টুইট করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। নেটিজেনদের একাংশের ক্রমাগত সমালোচনার জেরে শেষ পর্যন্ত নিজের টুইট ডিলিট করেন অমিতাভ বচ্চন।