September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

অবশেষে শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা

অবশেষে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা শুরু হল. কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দিল্লির রেলভবনে আয়োজিত এই ভার্চুয়াল সভায় হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার সকাল ৮টা থেকেই আমজনতার জন্য চালু হবে এই পরিষেবা। সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত আরও ১.৬৬৫ কিলোমিটার ছুটবে মেট্রো। সর্বোচ্চ ভাড়া হবে ২০ টাকা। প্রসঙ্গত, প্রায় ২৫ বছর পরে পাতালে নতুন স্টেশন পেল কলকাতা।