নিজস্ব প্রতিনিধি: লক ডাউন এর ফলে বহু রাজ্যে আটকে পড়েছে এ রাজ্যের বিভিন্ন শ্রমিক,ফলে এক দিকে যেমন চিন্তিত রয়েছে বাইরে থাকা শ্রমিক অন্য দিকে চিন্তিত পরিবার-পরিজন অবশেষে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ঝাড়খণ্ডের দেওঘর থেকে 30 জন কার্পেন্টার কর্মচারী অব শেষে তাদের বাড়ি পৌঁছল তারা প্রত্যেকেই কোলাঘাটের বাসিন্দা। লক ডাউন এর জেরে আটকে পড়ে ছিলেন ঝাড়খণ্ডের দেওঘরে। সেখানেই তারা কার্পেন্টার এর কাজ করতো ।আজ কোলাঘাট পৌঁছে আতঙ্কের মধ্যেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে ওই 30 জন কার্পেন্টার কর্মী, তবে স্বাস্থ্য দপ্তর থেকে জানা যায় এই সব শ্রমিক গুলিকে 14 দিনের জন্য অবজারভারে রাখা হবে।