গত কয়েকদিন আগে শোনা গিয়েছিল হলিউডের টম হ্যাংকস এবং তাঁর স্ত্রী রিটা উইলসন দুজনেই করনায় আক্রান্ত হয়েছিলেন। কয়েক দিন ধরে হ্যাংকস এবং রিটা অসুস্থ বোধ করায় ডাক্তার দেখিয়েছিলেন তারা। সেই সময় তাদের শরীরে জ্বরের পাশাপাশি সারা শরীরে ব্যথাও ছিল। তবে এখন তারা সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আপাতত ওই দম্পতি অস্ট্রেলিয়াতেই রয়েছেন। করোনা নিয়ে এখন তারা কড়া সাবধানতা অবলম্বন করছেন। সূএের খবর, চিকিৎসকদের পরামর্শমতো যথাযথ ডায়েট মেনেও চলছেন দম্পতি। তবে অভিনেতা টম হ্যাংকসের অসুস্থতার জন্য প্রোডাকশনের কাজ পিছিয়ে দেওয়া হচ্ছে কি না, সে বিষয় এখন স্পষ্ট কিছু জানা যায়নি।