May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

অধিবাসীদের সুবিধার জন্য ব্যাঙ্ক শাখার উদ্বোধন বামনগোলায়

মালদাঃ-বামনগোলা ব্লকের আদিবাসী অধ্যুষিত এলাকা পাকুয়াহাট অঞ্চলের রাখালপুকুর এলাকায় মহিলাদের স্বনিভর হাওয়া জন্য বেসরকারি ফিনো পেমেন্টস ব্যাঙক শাখা উদ্বোধন করা হয় আজ। এদিন বামনগোলার রাখালপুকুর গ্রামে ঐ এলাকার মানুষজন সুবিধা জন্য বেসরকারি ফিনো পেমেন্টস ব্যাঙক একটি শাখা উদ্বোধন করা হয়। এই এলাকায় ওই ব্যাংকের শাখা হওয়াতে খুশি স্থানীয় বাসিন্দারা। ওই ব্যাংকের শাখার মাধ্যমে সেখান থেকে নতুন একাউন্ট, বিভিন্ন ব্যাংকের টাকা টান্সফার, টাকা তুলা, ইলেকট্রিক বিল জমা দেওয়া, যাবতীয় ব্যাংকের পরিষেবা ওই শাখার মাধ্যমে দেওয়া হবে। ঐ এলাকার স্থানীয় বাসিন্দা মেনকা হাঁসদা জানান এ শাখার হওয়াতে অনেক সুবিধা হল,কারন তাদের টাকা তোলা জন্য বামনগোলা বা পাকুয়াহাট যেতে হতো। কিন্তু এই বেসরকারি ফিনো ব্যাংক শাখা হওয়াতে খুশি সকলে। এদিন এখানে উপস্থিত ছিলেন ফিনো ব্যাংক এর ডিসটিক বিডিআর বিপ্লব শিল,রতন চক্রবর্তী, মহম্মদ জিয়াউদ্দিন মিস্ত্রি Bm, মৌমিতা চক্রবর্তী একাউন্টেন্টস, ছাড়াও এ ঐ এলাকার স্থানীয় বিশিষ্ট ব্যক্তি বর্গ গন। এই ফিনো ব্যাংক শাখা হওয়াতে খুশি এলাকাবাসীরা|