মালদাঃ-রাজ্য সরকারের ঘোষিত সাপ্তাহিক লকডাউন এর মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত মোথাবাড়ি এলাকার বিভিন্ন রাস্তার মুখে এবং চৌরাস্তা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সকাল থেকে চলছে পুলিশের কড়া নজরদারি। অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে মোথাবাড়ি থানার পুলিশ। সকাল থেকে মোথাবাড়ি থানার ওসি বিটুল পালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী নেমে পড়েছে রাস্তায়। অযথা যারা রাস্তায় বেরিয়েছে কারণ দেখাতে না পারলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। বৈধ জিনিসপত্র ছাড়া কোন গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না। যাদের মুখে মাক্স নেই মোথাবাড়ি থানার পক্ষ থেকে তাদের প্রতি কড়া নজরদারি সাথে কড়া ব্যবস্থা নেওয়া হছে ।