এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তপন থানার নয়াবাজার বজরা পুকুর এলাকায় ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর রবিবার সকাল দশটা নাগাদ তপন থানার নয়াবাজার এলাকায় নয়াবাজার করদহ গ্রামীণ সড়কের ধারে একটি জলাশয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পাই স্থানীয় বাসিন্দা জয়দেব সরকার ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় দূর-দূরান্ত থেকে মানুষজন আসে মৃতদেহ দেখার জন্য ঘটনার খবর পৌঁছায় তখন থানায় খবর পৌঁছাতেই ঘটনাস্থলে ছুটে আসে তপন থানার বিশাল পুলিশবাহিনী তপন থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে