April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

শুরু হয়ে গিয়েছে পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির কাজ

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- মুখ্যমন্ত্রীর আকাঙ্খিত পথশ্রী প্রকল্পের গত ১ তারিখ থেকে শিলান্যাসের পাশাপাশি রাস্তা তৈরির কাজও শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। পথশ্রী প্রকল্পের শিলান্যাস হয়েছিল ভার্চুয়ালি, সুদূর জলপাইগুড়ি থেকে শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে গোটা রাজ্য জুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হবে এই প্রকল্পে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত বাংলা মোড় থেকে নতুন কলোনী পর্যন্ত ঢালাই রাস্তা তৈরির শুভ সূচনা হলো আনুষ্ঠানিক ভাবে। উদ্বোধন করলেন জনসাস্থ্য কারিগরি ও পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র, পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিধায়ক ফিরোজা বিবি, সভাপতিত্ব করেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সইদুল ইসলাম খান, নির্বাহি আধিকারিক মনোজ কুমার দাস সহ বিশিষ্টবর্গরা।