April 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মালদা হরিশ্চন্দ্রপুরে রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবি জানাচ্ছে এলাকাবাসী

মালদা; দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খারাপ, বিভিন্ন জায়গায় ছোট,বড়ো গর্ত, বর্ষার সময় যেগুলো জলে ভরে রাস্তা ছোটোখাটো জলাশয় হচ্ছে, যানবাহন চলাচলে প্রচন্ড সমস্যা হচ্ছে, ঘটছে ছোট,বড়ো দুর্ঘটনা | এমনকি কিছুদিন আগে বাইক দুর্ঘটনায় এক তরতাজা যুবকের মৃত্যুও হয়ছে, প্রশাসনের কাছে বেহাল রাস্তা সংস্কারের জন্য কাতর আর্জি এলাকাবাসীর |

উল্লেখ্য, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত শহিদমোড় থেকে হরিশ্চন্দ্রপুর 2 ব্লক পর্যন্ত রাস্তার অবস্থা মোটেই ভালো নয়, পুরো রাস্তাটাই ছোট,বড়ো গর্ত তে ভর্তি | রাস্তার বিভিন্ন জায়গায় ভেঙে গেছে | বর্ষার কারণে জল জমে অবস্থা আরোও খারাপ হয়ে গেছে | সবথেকে খারাপ অবস্থা বারদুয়ারী মোড়ের কাছে | এখানেই গত ৩ মাস আগে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় এক তরতাজা যুবকের | যে দুর্ঘটনার জন্য সকলেই রাস্তার বেহাল দশাকেই দায়ী করেছে | সেইসময়ও রাস্তা সংস্কারের জোরালো দাবি তুলেছিল এলাকাবাসী | তারপর অস্থায়ী ভাবে রাস্তা মেরামতি করা হলেও কিছুদিনের মধ্যেই অবস্থা যেমন ছিল তেমনই হয়ে যায় | এরকম অবস্থায় এই রাস্তা দিয়ে বাইক থেকে শুরু করে অন্যান্য যে কোনো যানবাহনই ঝুঁকি নিয়েই চলছে | মানুষ একদমই নিরাপদ বোধ করছে না | কিন্তু এটি এলাকার অন্যতম ব্যস্ত রাস্তা | বহু গ্রামের মানুষকে এই রাস্তা দিয়েই নিত্যদিন যাতায়াত করতে হয় | সামনেই হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক, ব্লকেও প্রতিদিন ব্লকের কর্মীরা থেকে শুরু করে প্রচুর মানুষকে আসতে হয় বিভিন্ন কাজে | তাই অবিলম্বে এই রাস্তা সংস্কার করা দরকার | না তো যে কোনো সময় বড়োসড়ো দুর্ঘটনার ভয় পাচ্ছে এলাকাবাসী |

মাসুদ করিম নামে এক এলাকাবাসী বলেন, ” আমরা প্রত্যেকেই চায় দ্রুত এই রাস্তা সংস্কার হোক | কিছুদিন আগের দুর্ঘটনা নিয়ে থানা, ব্লক সকলেই জানে | ৫০০ মিটার দূরে ব্লক অফিস | বিডিও প্রত্যহ এই রাস্তা দিয়েই যাতায়াত করেন | তাও কেন রাস্তা মেরামতির কাজ হচ্ছে না, বুঝতে পারছি না | আশেপাশের মালিওর, দৌলতনগর থেকে শুরু বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষকে এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় | অতি দ্রুত কাজ হোক এই আবেদনই করবো | ”

তপন রায় নামে পার্শবর্তী এলাকার এক ব্যবসায়ীও একই দাবি করেন | যিনি ৩০ বছর ধরে এই রাস্তায় দুধ বিক্রি করেন | তিনি বলেন, ” আরোও প্রাণ না যাওয়ার আগে রাস্তা ঠিক করা হোক | রাস্তার বেহাল দশার কারণেই একটি তরতাজা প্রাণ চলে গেছিলো | তিন বছর ধরে খারাপ এই রাস্তা | বিধায়ক,সাংসদ সহ সকল জনপ্রতিনিধির কাছেই অনুরোধ অবিলম্বে রাস্তা মেরামতির কাজ হোক | ”
এলাকাবাসীদের কথা থেকে একটা কথা স্পষ্ট দুর্ঘটনার স্মৃতি কেউই ভুলতে পারে নি | রাস্তা দিয়ে যাতায়াত করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সকলেই |

এদিকে রাস্তার বেহাল দশা নিয়েও তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা অব্যাহত |একে,অপরকে কটাক্ষ করেছেন |

বিজেপির জেলা সম্পাদক কিষান কেডিয়া বলেছেন, ” সবকিছুতেই কাটমানি | তাই কোনো জিনিসই টিকছে না বেশিদিন | এদের দুর্নীতির জন্য রাস্তার এই হাল | কারণ কাজের সময়ই যে কাটমানি খেয়ে নেই তৃণমূল নেতারা | আর প্রাণ দিতে হলো তরতাজা এক যুবককে | ”

তৃণমূলের প্রাক্তন ব্লক সহ সভাপতি তথা তৃণমূল নেতা মহ: রুহুল আমিন পাল্টা বলেন, ” রাস্তার হাল খারাপ সত্যিই | মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জেলা জুড়ে রাস্তার কাজ হচ্ছে | আমরা আধিকারিকদের সাথে কথা বলেছি | খুব দ্রুত এই রাস্তার সম্পূর্ণ মেরামতি হবে | আর দুর্ঘটনাটি সত্যিই দুর্ভাগ্যজনক | ” সাথেই তিনি বিজেপির জেলা সম্পাদকের কথার পরিপ্রেক্ষিতে বিজেপিকে পাল্টা আক্রমণ করে বলেন, ” বিজেপি উন্নয়ন করে না | এদের কাজই কুৎসা করা,ভাওতাবাজি করা | আমাদের নেত্রী উন্নয়নের জন্য বিশ্বের মঞ্চ থেকে পুরস্কার নিয়ে আসেন কিন্তু বিজেপি সেটা স্বীকার করে না | “