April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ভ্যালেন্টাইন দিবসের পশুদের জন্য ক্যানভাসে ছবি এঁকে ভালোবাসার দিন উদযাপন করলো আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ

আজ ভ্যালেন্টাইন দিবসের পশুদের জন্য ক্যানভাসে ছবি এঁকে আলাদা করে পশুদের জন্য ভালোবাসার দিন উদযাপন করলো আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ.আজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে 22 জন চিত্র শিল্পী দের দিয়ে আঁকা হোলো ছবি. শিল্পী দের ক্যানভাসে ফুটে উঠলো পশু দের ছবি. এই অনুষ্ঠানে যে সব শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন তারা সবাই বিনা পারিশ্রমিকে এ এই ছবি আঁকেন এবং পরে এই ছবি অকশন করা হবে তা থেকে যা অর্থ উঠবে সেই অর্থ চিড়িয়াখানার পশু পাখিদের জন্য ডোনেট করবে এই সব শিল্পীরা. মূলত পশুপাখিদের যাতে দত্তক নেওয়ার প্রবণতা বাড়ে,বাড়িতে বসেই যাতে পশু প্রেমীরা এই বন্য পশুদের দায়িত্ব নিতে পারে তার জন্যই এই অনুষ্ঠান. এছাড়া পশু প্রেম, পশুদের প্রতি ভালো বাসা, দায়বদ্ধতা যাতে মানুষের বাড়ে তার জন্য এই অনুষ্ঠান.আলিপুর চিড়িয়াখানার দিরেক্টর আশিষ সামন্ত জানান তারা এর আগেও এই দত্তক নেওয়া অনুষ্ঠান করেছে তাতে অনেক সারা পেয়েছে. আজকের এই অনুষ্ঠান থেকে চিড়িয়াখানা করতি পক্ষ আশাবাদী বিভিন্ন মানুষ যারা বাড়িতে না নিয়ে গিয়ে ও বন্য প্রাণীদের দায়িত্ব চিড়িয়াখানায় রেখেই নিতে পারবে তার প্রবণতা বাড়বে. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর আসিস সামন্ত, ব্রিটিশ ডেপুটি কমিশনার নিক লো, nshm এর চেয়ার মেন দিলীপ সিং মেহেতা, SDF সম্পাদক প্রশান্ত সাহা.