April 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাজারদর খতিয়ে দেখতে মানিকতলা বাজারে হানা দিল ইবি আধিকারিকেরা

শনিবার সকাল বেলা কলকাতা মানিকতলা বাজারে হানা দিল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা শুধু মানিকতলা বাজার নয় এর পাশাপাশি শহর কলকাতার বিভিন্ন বাজারে হানা দিলেন এদিন ইবি আধিকারিকরা ।
আলু, পিঁয়াজ, সবজির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চালাল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷ সরকারি টাস্কফোর্স দাম বেঁধে দিলেও ক্রেতাদের থেকে বেশি দাম নেওয়া হচ্ছিল বলে অভিযোগ ৷ তাই কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল আজ মানিকতলা বাজারে অভিযান চালায় । পাইকারি ব্যবসায়ীরা 25 মেট্রিক টন অর্থাৎ 25 হাজার কেজির বেশি পিঁয়াজ মজুত রাখতে পারবেন না । খুচরো ব্যবসায়ীরা 2 মেট্রিক টন অর্থাৎ 2 হাজার কেজির বেশি পিঁয়াজ মজুত রাখতে পারবেন না বলে ব্যবসায়ীদের সতর্ক করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ৷ এমনকি আলু বেশি পরিমাণ মজুদ রাখতে পারবেন না ব্যবসায়ীরা ।পাশাপাশি নির্দিষ্ট দাম বেঁধে দেওয়া হয়েছে ।তার বেশি দামে আলু বিক্রি করতে পারবেন না ব্যবসায়ীরা। যদি বেশি দামে আলু বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইবি আধিকারিকরা। পাশাপাশি যাঁরা কোনও রসিদ ছাড়াই কেনাবেচা করছে তাঁদেরও সতর্ক করা হয় ৷
পাইকারি বাজারে 45 টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি করা হচ্ছে । খুচরো বাজারে 50 থেকে 55 টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি হওয়ার কথা । কিন্তু কোথাও কোথাও তা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে ৷ গতকাল কলকাতা এবং সংলগ্ন এলাকায় জ্যোতি আলু বিক্রি হয়েছে 40 টাকা কেজি দরে । চন্দ্রমুখীর দাম ঘোরাফেরা করেছে 46 থেকে 50 টাকার আশপাশে । তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম । কোথাও কোথাও পটলের দাম কিলো প্রতি 80 টাকা ছুঁয়েছে । টম্যাটো বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 টাকায় ৷ কাঁচা লঙ্কার দাম কোথাও 200 টাকা কোথাও আবার 250 টাকা ৷ ‌ঢ্যাড়স বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা থেকে 60 টাকা দরে ৷ এইসব কিছু সবজি এবং আলু পেঁয়াজের দাম খতিয়ে দেখছেন আধিকারিকরা। তারা বারবার করে সতর্ক করছেন ব্যবসায়ীদের। শুধুমাত্র মানিকতলা বাজার নয় এদিন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের চারটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তারা সহর কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।