April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

“বাংলা নিজের মেয়েকেই চাই” এই শ্লোগান কে সামনে রেখে মেদিনীপুরে জনসংযোগ যাত্রা তৃণমূল কংগ্রেস

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- বৃহস্পতিবার কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রর পেট্রল ডিজেল এর মূল্য বৃদ্ধির প্রতিবাদ এ ই – স্কুটারে করে নবান্নে আসেন। তারই অঙ্গ হিসেবে আজ পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ব্লকে কেন্দ্রীয় সরকারের পেট্রল ডিজেল এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল ও অবস্থান বিক্ষোভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস!

সামনেই বিধানসভার ভোট, তাই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে “ বাংলা নিজের মেয়েকে ই চাই” এই শ্লোগান কে সামনে রেখে জনসংযোগ যাত্রা কর্মসূচি পালন করে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস। এদিন মেদিনীপুর শহরের বটতলা চক থেকে মিছিল টি শুরু করে স্কুলবাজার, ছোটবাজার, গোলকুঁয়াচক হয়ে মেদিনীপুর কলেজ প্রাঙ্গন পঞ্চুর চকে শেষ হয়। মিছিলে নেতৃত্ব রা রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিলি করে পথচলতি সাধারণ মানুষের কাছে। মিছিলে নেতৃত্ব দেন শহর তৃণমূলের সভাপতি বিশ্বনাথ পান্ডব, সুজয় হাজরা, সুকুমার পড়‍্যা, জেলার সাধারণ সম্পাদক গোপাল সাহা, মহিলা সভানেত্রী মৌ রায়, সৌরভ বসু সহ অন্যান্য জেলা নেতা ও কর্মীরা।

এদিনের পদ যাত্রায় প্রায় হাজার চারেক কর্মী সমর্থকবৃন্দ মিছিলে পা মেলায়। নতুন কর্মসূচি নিয়ে উচ্ছ্বসিত হতে দেখা গেল মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস কর্মীদের। তারা জানান তৃতীয়বারের জন্য একটি করে মুখ্যমন্ত্রী হতে চলেছেন বাংলার কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়।