April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ফের ফাটল দেখা দিল কলকাতা মেডিক্যাল কলেজের শতাব্দী প্রাচীন এমসিএইচ বিল্ডিংএ, আতঙ্কে রোগীরা

গত চার মাস আগেই ফাটল দেখা গিয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজের শতাব্দী প্রাচীন এমসিএইচ বিল্ডিংএ। সেই ফাটল এখন বাড়তে বাড়তে তা বিশাল আকার ধারন করেছে। এরপর সেই প্রাচীন এমসিএইচ বিল্ডিং এর সমস্ত রোগীকে সরানো হচ্ছে অন্যএ। ইতিমধ্যেই সরানো হয়েছে তিনশোরও বেশি রোগীকে। সেই সমস্ত রোগীকে গ্রিন বিল্ডিংয়ের চার এবং পাঁচতলায় নিয়ে যাওয়া হয়। সূএের খবর, মেডিক্যাল কলেজের সুপার ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, রোগীদের সরানোর সঙ্গে এমসিএইচ বিল্ডিংয়ে ফাটলের প্রত্যক্ষ কোনও যোগাযোগ নেই বলে। তবে তিনি আরও জানান, বেশ কয়েক মাস আগে ওই বিল্ডিংয়ের একাধিক পিলার থেকে পলেস্তারা খসে পড়ায় প্রাথমিক ভাবে রঙ দেওয়া হয় পিলারে। ওই হাসপাতালের ক্যানসারের চিকিৎসার জন্য নতলা একটি নতুন ভবন নির্মাণের জেরেই এই বিপত্তি। ওই বহুতল তৈরি করতে গিয়ে তার চারপাশে লোহার রড লাগানোর জন্য মাটি খোঁড়া হলেও সেই কম্পনে ফাটল ধরতে শুরু করে নির্মীয়মাণ ভবন লাগোয়া এমসিএইচ বিল্ডিংয়ে। বিষয়টি নিয়ে পূর্ত দপ্তরে খবর দেওয়া হয়। কিন্তু এদিকে আসতে আসতে বাড়তে থাকে ফাটলের অংশ। মঙ্গলবার এমসিএইচ ভবনে গিয়ে দেখা যায় ছাদ থেকে খসে পড়ছে চাঙড়। প্রাণহানির আশঙ্কায় বন্ধই করে দেওয়া হয়েছে ভবনের একটি শৌচালয়। এই পরিস্থিতিতে অতঙ্ক বাড়তে থাকে রোগীদের মধ্যে।