April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দক্ষিণ কলকাতার বাইপাসের ধারে নকল পণ্যের কারবার

কিছুদিন আগেই চুল রং করার এক বিখ্যাত উৎপাদক সংস্থার নকল পণ্যের কারখানার খোঁজ পায় কলকাতার গোয়েন্দা পুলিশ এবং পূর্ব যাদবপুর থানার পুলিশ। বেসরকারি এক গোয়েন্দা সংস্থার কর্ণধার রাজু আহমেদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল। আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। এবার অকুলস্থল আনন্দপুর থানার অধীনস্থ পঞ্চান্নগ্রাম। সোমবার দুপুরে কলকাতা গোয়েন্দা পুলিশ এবং আনন্দপুর থানার উদ্যোগে সেই বেসরকারি এফ আর গোয়েন্দা সংস্থার কর্ণধার রাজু আহমেদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় পঞ্চান্নগ্রামে। আটক করা হয়২৯বছর বয়সী তাহির আহমেদকে। বেসরকারি গোয়েন্দা সংস্থার পক্ষে রাজু আহমেদ জানান, একশ্রেণীর অসাধু পাইকারি ব্যবসায়ীদের যোগসাজশে ভেজাল পণ্যের কারবারিরা ভেজাল পণ্য উৎপাদনে আগ্রহী হচ্ছে। কলকাতার ডিসি ইবি জানিয়েছেন , আজকের অভিযানে প্রায় ১৫ লক্ষ টাকার ভেজাল সামগ্রী আটক করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে এই চক্রের সঙ্গে করা করা যুক্ত আছে।