April 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পরিমাণ খানিকটা কমতে পারে। শুক্র ও শনিবার ফের ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতাতেও আকাশ আংশিক মেঘলা। কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া।

আজ সকাল থেকে কলকাতায় পরিষ্কার আকাশ। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বিকেল বা সন্ধের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি সম্ভাবনা।

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 26.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 44.2 ডিগ্রী সেলসিয়াস |