April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

জন্মের শতবর্ষে সর্বকালের সেরা অভিনেতা ভানু বন্দোপাধ্যায় একাই একশো

সাম‍্যময় বন্দ‍্যোপাধ‍্যায় ওরফে ভানু বন্দ‍্যোপাধ‍্যায়। বাংলা চলচ্চিত্রের সর্বকালের অন‍্যতম সেরা একজন অভিনেতা। ‘যমালয়ে জীবন্ত মানুষ’, ‘সাড়ে চুয়াত্তর’, ‘ভানু গোয়েন্দা জহর অ‍্যাসিস্ট‍্যান্ট’, ‘৮০তে আসিও না’, ‘ভানু পেলো লটারী’, ‘মিস প্রিয়ংবদা’ একের পর এক ছবিতে অভিনয়ের মেধা দিয়ে যিনি জয় করেছিলেন মানুষের হৃদয়। সঙ্গে শখের অভিনয়ও চলত। পাড়ায় ‘চন্দ্রগুপ্ত’ নাটকে চাণক্য হওয়ার সুবাদে সোজা বিভূতি চক্রবর্তীর ‘জাগরণ’ (১৯৪৭) ছবিতে আত্মপ্রকাশ, এক দুর্ভিক্ষপীড়িত চরিত্রে। তার আগে অবশ্য বিবাহপর্ব সারলেন ১৯৪৬ সালের ২৩ ফেব্রুয়ারি সঙ্গীতশিল্পী নীলিমা দেবীর সঙ্গে। সকলের নজরে আসেন ১৯৫০ সালের ‘তথাপি’ ছবিতে। তার পর ১৯৫২ সালে ‘পাশের বাড়ি’ ও ‘বসু পরিবার’-এ তাঁর সাফল্য ঊর্ধ্বমুখী হয়। আর পিছন ফিরে তাকাতে হয়নি। ১৯৫৩ সালে নির্মল দে পরিচালিত ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে তাঁর বলা ‘মাসিমা, মালপোয়া খামু’ সংলাপটি আজও অমর। এই দৃশ্যটি নিখুঁত ভাবে তুলে ধরতে তাঁকে ২৪টি মালপোয়া খেতে হয়েছিল। বছর অভিনেতার জন্মের শতবর্ষ। শততম জন্মদিনে তাঁকে স্মরণ করে সুচন্দ্রা ভানিয়ার প্রযোজনায় Just Studio’র শ্রদ্ধার্ঘ‍্য ‘ভানু একাই ১০০’।