April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ছত্তিশগড়ে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই

করোনার জেরে গোটা বিশ্বে ক্রমশই পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ডাকে জনতা কারফিউ-এর চালু হওয়ার কয়েকঘণ্টা আগেই মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রবল গুলির লড়াই। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর থেকে রবিবার ভোর পর্যন্ত ছত্তিশগড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত সুকমা জেলার জঙ্গল ও পার্বত্য এলাকা এলামগুন্ডার কাসালপাডের চিন্টাগুফার কাছে। এর ফলে ১৪ জন জওয়ান গুরুতর জখম হয়েছেন। আর নিখোঁজ হয়েছেন আরও ১৪ জন। জখম নিরাপত্তা রক্ষীদের এয়ারলিফটের মাধ্যমে রায়পুর হাসপাতালে ভরতি করা হয়েছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে দেখা করে পরিস্থিতির বিস্তারিত বিবরণ দেন ছত্তিশগড় পুলিশের ডি জি ডিএম অবস্তি।