April 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আলুর বাজার দর নিয়ন্ত্রণে, হিমঘর মালিক ও আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক জেলার প্রশাসনিক আধিকারিকদের

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- মহামারী ভাইরাস মোকাবিলায় সারা রাজ্যে লকডাউনের ফলে কর্ম হারা বহু মানুষ, লকডাউন কিছুটা শিথিল বড় বড় বাজার ঘাটে করোনার আতঙ্কে সেই রকম বিক্রি বাটা নেই, এই পরিস্থিতিতে রাজ্যের মানুষের কথা মাথায় রেখে ২৫ টাকা দরে আলু বিক্রিতে ফতোয়া জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যেহেতু শাক সবজির মধ্যে রাজ্যের মানুষের মধ্যে আলু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও আলুর বাজারদর লাগাম ছাড়া। এমন পরিস্থিতিতে কালোবাজারি রুখতে আলুর বাজার নিয়ন্ত্রণে নেমে চোখ কপালে উঠেছে প্রশাসনিক কর্তা ব্যক্তিদেরই। অভিযোগ আলুর হিমঘর এই চড়া দামে বিক্রি হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মূলত এগ্রিকালচার মার্কেটিং, জেলা পুলিশ ও সেইসঙ্গে জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন বাজারে গিয়ে ইতিমধ্যেই আলুর বাজার দর নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে জেলা প্রশাসন।জেলার একমাত্র হিমঘর পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া দক্ষিণ মেচগ্রাম এ সোমবার পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র পাঁশকুড়া থানার দক্ষিণ মেচগ্রাম এ হিমঘরের মালিক ও আলু ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ ও জেলা পুলিশ সুপার সুনীল যাদব সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। তবে আগামী দিনে প্রশাসনের তৎপরতায় আদৌ কি রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আর উত্তম কিনতে পারবে সাধারণ মানুষ সেদিকে ই নজর থাকবে আমাদের।