Latest News

কোটিপতি হিমা!

SWAGATO 11/08/2018 Technology
স্পোর্টস ডেস্কঃ অসমের নওগাঁও জেলার ঢিং গ্রাম থেকে ফিনিল্যাণ্ডের ট্যাম্পেয়ারের ট্রাক এন্ড ফিল্ড। একলহমায় বদলে গিয়েছিল স্প্রিন্টার হিমা দাসের জীবণ। প্রথম ভারতীয় স্প্রিন্টার হিসেবে এমন আন্তর্জাতিক মানের কোন প্রতিযোগীতায় স্বর্ণপদক জয়। অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটারে সোনা জিতে হিমা শুধু যে ইতিহাসে নাম তুলেছিলেন তাই নয়, মিলখা সিং কিংবা পিটি ঊষাদের সাফল্যকেও ছাপিয়ে গিয়ে হিমা নিজেকে তুলে নিয়ে গিয়েছিলেন খ্যাতির শীর্ষে। তবু পরিবারের আর্থিক অবস্থা তাঁর ভবিষ্যৎ নিয়ে তুলে দিয়েছিল একাধিক প্রশ্ন। সাধারণ কৃষক পরিবারের মেয়ে হিমা আগামীতে আর্থিক বাধা পেরিয়ে নিজেকে মেলে ধরতে পারবে তো নিজের সাধ্যমতো? সংশয়ে ছিলেন অনেকেই।
 
অবশেষে সেই সংশয় দূর হয়েই গেল বলা চলে। বিশ্ব অ্যাথলেটিক্সে সোনার মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করতে এগিয়ে এল এক স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা। প্রায় কোটি টাকা কিংবা হয়তো তাঁর চেয়ে কিছুটা বেশি অঙ্কেই হিমাকে তাঁদের সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ করল তাঁরা। এব্যাপারে সংস্থাটি এখনও কিছু না জানালেও বিভিন্ন মহল থেকে নিশ্চিত হয়েছে হিমার চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি।

Related Post